
অনেকদিন ধরেই দাবি উঠছিল। বিরোধী দলগুলিও সোচ্চার হচ্ছিল এ বিষয়ে। কিন্তু সরকার বা আরবিআই মুখে কুলুপ এঁটেছিল। অবশেষে নতুন বছরে এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পয়লা জানুয়ারি থেকে ডেবিট কার্ডে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। এতদিন যা ২৫০০ টাকায় বেঁধে রেখেছিল সরকার। ১ জানুয়ারি থেকে প্রতিদিন ৪৫০০ টাকা করে তুলতে পারবেন গ্রাহকরা। তবে সপ্তাহে ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা অপরিবর্তিত রেখেছে আরবিআই। ২৪ হাজারের বেশি তোলা যাবে না। এটিএম থেকে টাকা তুললেও সেই হিসাব মাথায় রাখতে হবে। ফলে ব্যাঙ্ক-এটিএম মিলিয়ে সপ্তাহে নগদ ২৪ হাজারের বেশি হাতে পাবেন না গ্রাহকরা।













