Categories: National

ভারতে ৩ ঘণ্টা কাটিয়ে গেল চিন সেনা

Published by
News Desk

ভারতীয় ভূখণ্ডে ৩ ঘণ্টা কাটিয়ে গেল চিন সেনা। গত ৯ জুন অরুণাচল প্রদেশের ইয়াংসে এলাকায় ঢুকে পড়ে ২৫০ চিন সেনার ৪টি দল। সেখানে ৩ ঘণ্টার মত কাটায় তারা। তারপর ফিরে যায় চিনের ভূখণ্ডে। এই অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ও গোয়েন্দা বিভাগ। অনেকদিন ধরেই অরুণাচলকে অধিগৃহীত তিব্বতের অংশ বলে দাবি করে সেখানকার দখল চেয়ে আসছে চিন। যদিও তাতে কর্ণপাত করতে নারাজ ভারত। ভারত যে চিনের এই দাবি মানছে না তাও বহুবার স্পষ্ট করে দিয়েছে তারা। তারপরেও এভাবে ভারতীয় ভূখণ্ডে চিন সেনার অনুপ্রবেশকে ভাল চোখে নিচ্ছে না ভারত। বিষয়টি নিয়ে চিন সরকারের কাছে অভিযোগ জানান হবে বলেও স্থির করেছে কেন্দ্র। এদিকে ভারতের ভূখণ্ডে চিন সেনার অনুপ্রবেশ নতুন কিছু নয়। এর আগেও বহুবার বিভিন্ন সীমান্ত হয়ে ভারতে ঢুকে সময় কাটিয়ে গেছে চিন সেনারা।

Share
Published by
News Desk