World

সহ্যের একটা সীমা আছে, ফের ডোকলাম নিয়ে চিনা হুংকার

Published by
News Desk

তাদেরও সহ্যের একটা সীমা আছে। এদিন চিনা প্রতিরক্ষামন্ত্রকের তরফে ফের একবার ভারতকে হুঁশিয়ার করে এমনই জানানো হয়েছে। চিনের দাবি, অবিলম্বে ডোকলাম থেকে সৈন্য প্রত্যাহার করুক ভারত। সিকিম সীমান্তে প্রায় ২ মাস ব্যাপী সামরিক অচলাবস্থা কাটাতে ভারতকে সৈন্য সরাতেই হবে বলে জানিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ।

যদিও ভারত তাদের অবস্থান আগেই পরিস্কার করে দিয়েছে। ভারতের তরফে সাফ জানানো হয়েছে, এ নিয়ে কথাবার্তা এগোতে গেলে শুধু ভারত নয়, ২ দেশকেই ডোকলাম থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে হবে।

তবে পাল্টা চিনের একবগ্গা দাবি, ভারত ডোকলাম সীমান্তে চিনের ভূখণ্ডে প্রবেশ করেছে। ভারতীয় সেনা সেখানে প্রবেশ করে চিনের রাস্তা তৈরির কাজও বন্ধ করিয়ে দিয়েছে। পাশাপাশি লাগাতার ভারতকে হুঁশিয়ারির হুল ফুটিয়ে চলেছে চিনা সরকার ও মিডিয়া।

Share
Published by
News Desk