World

তিব্বতের দুর্গম পাহাড়ে যুদ্ধাস্ত্র জড়ো করছে চিন!

Published by
News Desk

সিকিমের ডোকলাম সীমান্ত সমস্যা একটা দমবন্ধ অবস্থায় আটকে আছে। এই অবস্থায় তিব্বতের দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত যুদ্ধ সরঞ্জাম মজুত করা শুরু করল চিন। চিনা সংবাদমাধ্যমের দাবি, নিজেদের এলাকা সুরক্ষিত রাখতেই নাকি এই তৎপরতা।

উত্তর তিব্বতের কুনলুন পর্বতমালার যেখানে এই টন টন যুদ্ধ সরঞ্জাম মজুত করা হচ্ছে, সেখান থেকে ডোকলাম খুব দূরে নয়। কিছুদিন আগেই অরুণাচলের ধার ঘেঁষে চিনা সেনা ‘লাইভ ফায়ার ড্রিল’ করে। ১১ ঘণ্টা ধরে চলা সেই ড্রিলের উদ্দেশ্য ছিল শত্রুর ভূখণ্ডে কত দ্রুত আঘাত হানতে প্রস্তুত চিনা চেনা তা পরখ করা। এবার তিব্বতে এভাবে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম মজুত ভারতকে আর শান্তিতে থাকতে দিলনা।

Share
Published by
News Desk