Categories: National

উত্তরাখণ্ডে ঢুকে পড়ল চিন সেনা

Published by
News Desk

লাদাখ, অরুণাচলের পর এবার উত্তরাখণ্ডেও চিন সেনার অনুপ্রবেশ চিন্তায় ফেলল ভারতকে। এদিন উত্তরাখণ্ডের চামোলি জেলায় ঢুকে পড়ে চিন সেনা। চিনের কয়েকটি যুদ্ধ বিমানও উত্তরাখণ্ডের ওপর চক্কর দিয়ে যায় বলে স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। রাজ্যের রাজস্ব বিভাগের আধিকারিকরা চামোলিতে জমি জরিপ করতে গেলে তাঁদের নজর কাড়ে চিন সেনার অনুপ্রবেশ। তখনই তা তাঁরা মুখ্যমন্ত্রীর দফতরে জানান।

এদিকে চিনের এই অনুপ্রবেশের ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লিও। হরিশ রাওয়াত জানিয়েছেন তিনিও দিল্লিকে উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তবে ওই এলাকায় এখনও নির্দিষ্ট সীমানা ঠিক করা নেই। চিন এ ব্যাপারে সহযোগিতা করছে না বলেও জানিয়েছে দিল্লি। ফলে ওই অঞ্চলে সীমানা নিয়ে বারবার সমস্যা দেখা দিচ্ছে।

Share
Published by
News Desk