Kolkata

রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানে পালিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ

Published by
News Desk

প্রতি বছরের মত কলকাতার রেড রোডে এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ হয়। নিয়ম মেনে সেনার অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ট্যাঙ্ক থেকে শুরু করে ভারতীয় সেনার ভাণ্ডারে থাকা নানা অস্ত্রশস্ত্র একের পর এক প্রদর্শিত হয়। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষের ভিড় জমে রেড রোডে।

কলকাতায় অস্ত্র প্রদর্শনের পর ছিল রাজপথে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিভিন্ন আয়োজন। নাচে, সুরে একান্ত বাঙালি কৃষ্টিকে তুলে ধরার চেষ্টা হয় এখানে। ঝলমলে দিনে বর্ণোজ্জ্বল অনুষ্ঠান শেষ হয় সুন্দরভাবেই।

Share
Published by
News Desk

Recent Posts