Categories: Business

কমল রেপো রেট, সুদের হারে স্বস্তির সম্ভাবনা

Published by
News Desk

ছ’মাস পর ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। নয়া আর্থিক বছরের প্রথম আর্থিক সমীক্ষায় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। ফলে রেপো রেট ৬ দশমিক ৭৫ বেসিস পয়েন্ট থেকে কমে দাঁড়াল ৬ দশমিক ৫০ পয়েন্টে। শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় গৃহঋণ থেকে শুরু করে অন্যান্য ঋণের সুদের হার কমানোর সম্ভাবনা উজ্জ্বল হল। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আম জনতা। পাশাপাশি ব্যাঙ্কে জমা রাখা আমানতের ওপরও সুদের হার কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এদিন রেপো রেট কমালেও ক্যাশ রিজার্ভ রেসিও বা সিআরআর অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। সিআরআর ৪ শতাংশই রেখে দিয়েছেন রঘুরাম রাজন। তবে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এদিন ৭৫ শতাংশ কমানো হয়েছে। এমএসএফ কমে দাঁড়িয়েছে ৭ শতাংশ। আগামী কয়েক মাসের মধ্যে আরও বেশ কিছু চমক অপেক্ষা করছে বলেও জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

Share
Published by
News Desk

Recent Posts