Business

রেপো রেট কমাল আরবিআই

Published by
News Desk

রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে নয়া রেপো রেট ৬ দশমিক ২৫ শতাংশ থেকে কমে হল ৬ শতাংশ। যা ঘোষণার পর থেকেই প্রযোজ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এখন সুদ কমানো বা বাড়ানো সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটি। ৪ সদস্যের সেই কমিটিই এদিন রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয়। ২০১০-এর নভেম্বরের পর রেপো রেট এত নিচে কখনও নামেনি।

অন্যান্য বেশ কিছু ক্ষেত্রেও সুদের হার কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আরবিআই-এর গভর্নর উর্জিত প্যাটেল। এদিকে রেপো রেট কমায় ঋণ নেওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়ল। কারণ ঋণের ওপর সুদের হার এর ফলে কমবে। সুবিধা হতে পারে গাড়ি বা বাড়ির ঋণের সুদের হারেও।

Share
Published by
News Desk

Recent Posts