Business

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Published by
News Desk

২০১৭-১৮ আর্থিক বছরে দ্বিতীয় বারের জন্য তাদের দ্বিমাসিক ঋণনীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারও রেপো রেট অপরিবর্তিতই রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই নিয়ে টানা ৪টি ঋণনীতিতে রেপো রেট অপরিবর্তিত রইল। অপরিবর্তিত থাকায় ৬.২৫ শতাংশ রেটই রয়ে গেল। তবে বিশেষজ্ঞদের আশা রেপো রেট অপরিবর্তিত থাকলেও যেসব ব্যাঙ্ক হোম লোনে সুদ কমিয়েছে তারা তাদের সেই রেট অব্যাহত রাখবে। ফলে হোম লোন উর্ধ্বমুখী হওয়ার কোনও ভয় সেই অর্থে নেই। বরং মে মাসে হোম লোনের সুদে যে সামান্য স্বস্তি গ্রাহকরা পাচ্ছিলেন তা এখনও হয়তো পেতেই থাকবেন।

 

Share
Published by
News Desk

Recent Posts