Categories: Business

ফের সুদের হার কমানোর ইঙ্গিত

Published by
News Desk

এ যেন মেঘ না চাইতেই জল। সুদের হার আরও কমানোর ইঙ্গিত দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। তবে সবটাই নির্ভর করছে মুদ্রাস্ফীতির হারের নিম্নমুখী গতি বজায় থাকা ও ভাল বর্ষার ওপর। এ বছর ভাল বর্ষার পূর্বাভাস এই চাঁদি ফাটা গরমেও ভারতীয় শেয়ার বাজারের চেহারা বদলে দিয়েছে। বর্ষার হাত ধরে এবার রঘুরাম রাজনের রেপো রেট কমানোর ইঙ্গিত সেই উৎসাহকে আরও চাঙ্গা করে দিল। আন্তার্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাঙ্কের বসন্তকালীন বৈঠকে আপাতত ওয়াশিংটনে রয়েছেন রঘুরাম। সেখানেই তিনি জানান, ভারতে মুদ্রাস্ফীতির হার কমার দিকে রয়েছে। সেইসঙ্গে একটানা দু’বছর খারাপ বর্ষার পর এবার ভাল বর্ষার পূর্বাভাস পাওয়া গেছে। সব শর্ত পূরণ হলে ফের সুদের হার কমানোর একটা জায়গা তৈরি হবে বলে আশ্বস্ত করেছেন রঘুরাম। প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আরবিআই।

Share
Published by
News Desk

Recent Posts