Business

নির্বাচনের মুখে কমল রেপো রেট, আশায় বুক বাঁধছেন ঋণগ্রহীতারা

Published by
News Desk

২০১৮ সালে রেপো রেট কমায়নি রিজার্ভ ব্যাঙ্ক। প্রতিবারই ঋণনীতি ঘোষণার সময় একটা জল্পনা শোনা যেত যে রেপো রেট কমাতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু তেমন কিছুই হয়নি। শেষবার রেপো রেট কমে ২০১৭ সালের অগাস্ট মাসে। তারপর তা ফের ২৫ বেসিস পয়েন্ট কমল ২০১৯ সালের ফেব্রুয়ারি ৭-এ। বৃহস্পতিবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক।

উর্জিত প্যাটেল সরার পর এখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি গভর্নর হওয়ার পর এদিন রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এখন রেপো রেট দাঁড়াল ৬.২৫%। এরফলে আর্থনৈতিক বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে বলেই প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ফাইল : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, ছবি – আইএএনএস

রেপো রেট কমার পরই গাড়ি, বাড়ি-র জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া মানুষজন আশায় বুক বাঁধছেন। রেপো রেট কমানো মানে তাঁদের সুদের হারও কমতে পারে। এমনই আশা তাঁদের। এর আগেও রেপো রেট কমলে ব্যাঙ্কগুলিকে বাড়ি, গাড়ির ঋণে সুদের হার কমাতে দেখা গেছে। ফলে তাঁরা আশাবাদী।

এদিকে ভোটের মুখে রেপো রেট কমায় বাজারে অর্থের চলন বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যা নির্বাচনের প্রয়োজনে লাগতে পারে। এদিকে সরকার আরবিআই ডিভিডেন্ড কীভাবে কাজে লাগাবে তা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে এদিন জানান গভর্নর শক্তিকান্ত দাস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts