Business

সব আশায় জল ঢেলে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Published by
News Desk

অনেক আশা ছিল এবার অন্তত রেপো রেট কিছুটা হলেও বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু হল কই! সব আশায় জল ঢেলে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট রইল ৬.৫ হারেই স্থির। এবার কম করে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়বে বলেই মনে করছিলেন বিশেষজ্ঞেরা। এদিকে এদিনই প্রথম ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য ৭৪ টাকা পার করেছে। হুহু করে তলানিতে ঠেকছে টাকার বিনিময় মূল্য। টাকার দাম এভাবে পড়তে থাকায় অনেকেই আশা করেছিলেন এবার অন্তত রেপো রেট কিছুটা হলেও বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে যুক্ত হয়েছিলে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এই ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেই এবারের ঋণনীতি ঘোষণা হবে বলে আশাবাদী ছিলেন অনেকে।

এদিকে এদিন রেপো রেটের পাশাপাশি রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ৬.২৫ রেটেই থেমে থেকেছে রিভার্স রেপো রেট। এদিন রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে কেন্দ্রীয় ব্যাঙ্কের ঋণনীতি সংক্রান্ত কমিটির ৬ সদস্যের মধ্যে ৫ সদস্যই ভোট দেন। ফলে দেশে জুড়ে উৎসবের মরসুমে অপরিবর্তিত রইল রেপো রেট।

Share
Published by
News Desk

Recent Posts