National

মঙ্গল থেকে বন্ধ লালকেল্লার দরজা

Published by
News Desk

মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল লালকেল্লার দরজা। দিল্লির এই অন্যতম দর্শনীয় স্থানে ফের পর্যটকরা প্রবেশ করতে পারবেন আগামী ৩১ জানুয়ারি থেকে। তার মাঝে এই ৯ দিন লালকেল্লাকে বাইরে থেকে দেখেই সাধ মেটাতে হবে তাঁদের।

কিন্তু কেন? সরকারের তরফে জানানো হয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় বিশেষ অনুষ্ঠান রয়েছে। তাছাড়া ২০১৯ সালের ভারত পরব-ও রয়েছে। এই ২টি অনুষ্ঠানকে মাথায় রেখেই পর্যটকদের প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ থাকছে লালকেল্লার দরজা। তবে ৩১ জানুয়ারি থেকে আবার আগের মতই প্রবেশ করতে পারবেন পর্যটকরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk