Sports

অশ্বিনকে অধিনায়ক করল কিংস ইলেভেন পঞ্জাব

Published by
News Desk

প্রথমে চেন্নাই সুপার কিংস। তারপর ৩ বছরের জন্য দলটি ব্যান হওয়ার পর আইপিএলে নতুন দল বাছেন ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যান রাইজিং পুনে সুপারজায়ান্টস-এ। এবার সেই অশ্বিনকে ৭ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু শুধু দলের সদস্য করাই নয়, এদিন আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে চাপিয়ে দিলেন দলের ডিরেক্টর ও মেন্টর বীরেন্দ্র সেহওয়াগ।

ফেসবুক লাইভে এদিন সেহওয়াগ অশ্বিনকে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়কত্বের দায়িত্বভার তুলে দেন। পরে সেহওয়াগ বলেন, তিনি বিশ্বাস করেন একজন বোলারেরই সবসময়ে দলের অধিনায়ক হওয়া উচিত। প্রসঙ্গক্রমে কপিল দেব, ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রমের মত দুনিয়া কাঁপানো বোলারদের উদাহরণ দেন তিনি। যাঁরা দেশকেও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

Share
Published by
News Desk

Recent Posts