Sports

শচীনকে দলে টানতে চাইছেন রবি শাস্ত্রী?

Published by
News Desk

কোচ নির্বাচনের সময় তাঁকে ভারতীয় দলের কোচ করতে চাননি ৩ সদস্যের নির্বাচক মণ্ডলীর ২ সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ। একা শচীন লড়েছিলেন তাঁর পক্ষে। শেষপর্যন্ত দলে ভারী সৌরভদের বোঝাতেও সক্ষম হয়েছিলেন লিটল মাস্টার। কার্যত শচীনের জন্যই যে ভারতীয় দলের কোচ পদটি রবি শাস্ত্রী পেয়েছেন তা অনেকেরই জানা। এরপরও নির্বাচকদের পছন্দের বোলিং, ফিল্ডিং কোচের নাম বাতিল করে নিজের পছন্দের লোকজনকে নিয়ে নিজের মত করে দল সাজিয়ে নিয়েছেন রবি।

এবার কী তাঁর কোচ হওয়ায় শচীনের সেই সাহায্যের প্রতিদান দিতে চান রবি শাস্ত্রী? কারণ ইতিমধ্যেই নাকি শচীন তেন্ডুলকরকে দলের পরামর্শদাতা হিসাবে চাইছেন তিনি। যদিও এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। তবে যেভাবে একের পর এক ছক্কা হাঁকিয়ে নিজের সব পছন্দকে বিসিসিআই-কে দিয়ে চূড়ান্ত করিয়ে নিচ্ছেন ভারতের এই প্রাক্তন স্পিনার, তাতে এটাও বাস্তব করা তাঁর পক্ষে খুব শক্ত হবে না বলেই মনে করছেন সকলে।

Share
Published by
News Desk

Recent Posts