National

প্রয়াত রবি ওঝা

Published by
News Desk

চলে গেলেন বাংলা টেলি সিরিয়ালের প্রবাদপ্রতিম প্রযোজক-পরিচালক রবি ওঝা। মুম্বইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার রাত ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রের খবর, বিগত ৭ বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। কথা প্রায় বলতেই পারতেন না। মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।

বাংলা সিরিয়ালে নতুন দিগন্তের জন্ম দিয়েছিলেন রবি ওঝা। তাঁর তৈরি ‘বউ কথা কও’ বাংলা টেলিভিশন জগতে সাড়া ফেলে দিয়েছিল। এছাড়া ‘বিন্নি ধানের খই’, ‘নানা রঙের দিনগুলি’-র মত হৈচৈ ফেলে দেওয়া সিরিয়াল তৈরি হয়েছিল তাঁর ভাবনাতেই। রবি ওঝার মৃত্যুতে বাংলা সিরিয়াল জগত শোকাহত।

Share
Published by
News Desk