Kolkata

আজ উল্টোরথ

Published by
News Desk

সাতদিন শেষ। মাসির বাড়ির মজাও শেষ। এবার বাড়ি ফেরার পালা। এদিন উল্টোরথ। এদিনই মাসির বাড়ি থেকে ফের নিজের বাড়ি ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরী থেকে মাহেশ, উল্টোরথ ঘিরে সকাল থেকেই ছিল সাজোসাজো রব। পুরীতে গুন্ডিচা বাড়ি থেকে ফের পুরীর মন্দিরে ফিরলেন জগন্নাথ।

উল্টোরথ উপলক্ষেও পুরীতে এদিন ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিকে কলকাতার ইসকনের উল্টোরথের অনুষ্ঠান ঘিরেও ছিল উৎসবের আবহ। রথের দিন আসতে পারেননি, তাই উল্টোরথে জগন্নাথ দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়দানে ইসকনের রথে উঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আরতি করে এদিন উল্টোরথের সূচনা করেন তিনি। রশিতে টান দেন।

এই কদিন ময়দানে থাকার পর এদিন ফের ইসকনের মন্দিরে ফিরবেন জগন্নাথ। উল্টোরথ উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় এদিন মেলা বসে। বিকেল থেকেই মেলা লোকে লোকারণ্য। বিকেলে অনেক পাড়াতেই কচিকাঁচাদের রথ টানতে দেখা যায়। রথের রশি হাতে পেয়ে স্বভাবতই খুশি ছোটরা। বিভিন্ন জেলাতেও উল্টোরথ পালিত হয় পারম্পরিক মর্যাদায়।

Share
Published by
News Desk
Tags: Ratha Yatra

Recent Posts