State

রথের বাজার বেশ চড়া

Published by
News Desk

জিলিপি বিক্রি হচ্ছে ১০০ টাকা কিলো দরে। গোঁড়ায় মাটি লাগানো প্রতিটি গাছের চারা বিক্রি হচ্ছে ন্যূনতম ৪০ টাকা দরে। সব মিলিয়ে মেলা বলে জিনিসপত্র যে সস্তায় মিলছে তা নয়, দাম যথেষ্টই চড়া। কিন্তু তাতে কি!

রথের মেলা শুরু মধ্যমগ্রামে। প্রতিবারের মত এবারেও রথ শুরুর দুদিন আগে থেকে মেলা চত্বরে বসতে শুরু করেছিল মিষ্টি, খাবারের স্টল। বাচ্চাদের খেলার সামগ্রির দোকান। তৈরি হয় একটা মেলা মেলা আবহাওয়া। রথের দিন সকাল থেকেই বসে যায় আরও বেশকিছু দোকান। বিভিন্ন ধরনের গাছের দোকান, মহিলাদের প্রসাধন সামগ্রির দোকান। বিকাল বেলা জাঁকিয়ে ব্যবসা শুরু করে ফাস্ট ফুডের দোকানগুলি। কিন্তু সব কিছুর দাম বেশ চড়া! বেলা ৩টের পর থেকেই লোকজনের আনাগোনা শুরু হয় মেলায়। বিভিন্ন দোকানে শুরু হয় কেনাকাটা। ভিলেন চড়া দর সেক্ষেত্রে বাধা আর হতে পারল কই? এ যে রথের মেলা! — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়

Share
Published by
News Desk
Tags: Ratha Yatra

Recent Posts