Entertainment

প্রেমে পড়লেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা, কার হাতে তুলে দিলেন গোলাপ

রশ্মিকা মন্দানা প্রেমে পড়লেন। কার প্রেমে তা তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টও করেছেন। যাঁকে ভালবেসে তিনি তুলে দিয়েছেন গোলাপ ফুল।

Published by
News Desk

তিনি এখন দেশের অনেক তরুণ হৃদয়ের হার্টথ্রব। অভিনেত্রী হিসাবে দক্ষিণী হলেও তাঁর ব্যাপ্তি এখন বলিউড থেকে টলিউড সর্বত্র। তাঁর নাম বললে একডাকে চেনেন দেশের মানুষ। তিনি রশ্মিকা মন্দানা।

একের পর এক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কন্নড় সিনেমা দিয়ে রূপোলী জগতে প্রবেশ। তবে তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্যা রাইজ’ তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়। হিন্দিতে ‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীরের পাশাপাশি তিনিও নজর কেড়েছেন। ‘ছাওয়া’-তেও তাঁর অভিনয় প্রশংসিত।

এমন একগুচ্ছ সিনেমার অন্যতম মুখ এখন ভারতের অভিনেত্রীদের মধ্যেও প্রথমসারির একজন। সেই রশ্মিকা প্রেমে পড়লেন। ভালবেসে কিনলেন গোলাপ। আর সেই গোলাপ তুলে দিলেন তাঁর ভালবাসাকে।

যখন গোলাপ তুলে দেন তখন তিনি সেজেছিলেন সুন্দর সাজে। পরনে ছিল ফুলের প্রিন্টের কুর্তা। খোঁপায় ছিল সাদা ফুলের সাজ। এখানে প্রশ্ন হল কে তিনি যাঁর প্রেমে পড়লেন রশ্মিকা? এই প্রশ্নের উত্তরে রয়েছে চমক।

রশ্মিকা অন্য কারও নয়, বরং নিজের প্রেমেই মগ্ন। নিজেকে ভালবেসে নিজেই নিজের জন্য একটি গোলাপ কিনেছেন। তারপর সেই গোলাপ উপহার হিসাবে তুলে দিয়েছেন নিজের হাতে। সেকথা তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন।

নিজেকে ভালবাসার কথা তিনি তুলে ধরেছেন সকলের কাছে। রশ্মিকার এই নিজেকে ভালবাসার কথার তারিফ করেছেন অনেকেই। প্রসঙ্গত রশ্মিকা এখন আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি হরর কমেডি সিনেমা ‘থামা’-র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk