Sports

বিশ্বকাপ জিতলেই বিয়ে, তার আগে নয়, অকপট রশিদ

কবে বিয়ে করতে চান? বিয়ে নিয়ে বেশ অকপট রশিদ খান। সাফ জানালেন তাঁর পরিকল্পনার কথা।

Published by
News Desk

নয়াদিল্লি : আফগানিস্তান ক্রিকেটের অন্যতম ভরসা এবং উজ্জ্বলতম তারকা রশিদ খান। যাঁর আঙুলের যাদুতে মুগ্ধ গোটা বিশ্ব ক্রিকেট আর ভীত তাবড় ব্যাটসম্যানেরা। মাত্র ২১ বছর বয়সেই তাঁর ঘূর্ণির ভেল্কি রশিদ দেখিয়ে দিয়েছেন। স্পিনার হিসাবে তাঁকে রীতিমত সমীহ করছে বিশ্ব ক্রিকেট। সেই রশিদ খান এবার অকপটে জানালেন তাঁর বিয়ের পরিকল্পনার কথা। রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় সেকথা জানান তিনি।

রশিদ খান জানিয়েছেন তিনি বিয়ে করবেন। তবে এখন নয়। তাঁর দেশ আফগানিস্তান যেদিন ক্রিকেট বিশ্বকাপ হাতে তুলে নেবে তারপরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তার আগে নয়। রশিদের এমন পরিকল্পনায় অনেকেই হতবাক। অনেকে মজা করে বলছেন আদৌ বিয়ে হবে তো? তবে দেশের প্রতি রশিদের এই আবেগকে সম্মান জানাচ্ছেন সকলেই।

গত মাসেই মাকে হারিয়েছেন রশিদ। ক্রিকেট থেকেও অনেক কটা দিন দূরে। সেই শেষ মার্চ মাসে মাঠে নেমেছিলেন। রশিদ আইপিএল-এও উজ্জ্বলতম তারকা। হায়দরাবাদ দলের স্পিনিং আক্রমণের তিনি অন্যতম ভরসাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts