Entertainment

লর্ডসে শচীনের সঙ্গে কি করছেন রণবীর?

Published by
News Desk

ভালই কাটছে অভিনেতা রণবীর সিং-এর ইংল্যান্ড সফর। কখনও ফুটবল মাঠে তো কখনও ক্রিকেট মাঠে। আপাতত অভিনয়কে মনে হচ্ছে লম্বা বিরতি দিয়েছেন। ভাব দেখে মনে হবে একাধারে প্রিমিয়ার লিগের অন্ধ ভক্ত, অন্যদিকে ভারতকে সমর্থনের জন্য ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের মাঠে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রণবীর যে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের পাশেই আছেন তা জোর দিয়ে জানান দিলেন ইন্সটাগ্রামে। সবুজ গালিচা থেকে ম্যান ইউ-এর ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের বাইরের ছবিতে সহাস্য রণবীর। আবার ক্রিকেট মাঠেও সমান সপ্রতিভ। কখনও মন দিয়ে খেলা দেখছেন, আবার কখনও সামনে শচীন তেন্ডুলকরকে পেয়ে গিয়ে সুযোগ হাতছাড়া করছেন না। চট করে সেলফি তুলে পোস্ট করছেন ইন্সটাগ্রামে। সাথে উপরি পাওনা চিত্র পরিচালক কবীর খান।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts