Entertainment

আর অমিতাভ, শাহরুখ নন, দেশ এবার পাচ্ছে তৃতীয় ডন

অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন ডন সিনেমায় ডনের ভূমিকায়। তারপর ডন ২-তে শাহরুখ খান হলেন ডন। ফের পর্দায় ফিরছে ডন। এবার আর অমিতাভ বা শাহরুখ নন।

Published by
News Desk

বলিউডের যে কটি মাইলস্টোন সিনেমার কথা মানুষের মুখে মুখে ঘোরে তার একটি অবশ্যই ডন। অমিতাভ বচ্চন অভিনীত ডন কেবল সুপারহিট সিনেমাই ছিলনা, ডনের ভূমিকায় অমিতাভ বচ্চনের অভিনয় এবং গল্পের ঠাসবুনট অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছিল ডনকে।

এরপর ফের পর্দায় ফেরে ডন। এবার ডন ২ নামে সিনেমা মুক্তি পায়। সেখানে ডন হন শাহরুখ খান। সে সিনেমাও সাফল্যের মুখ দেখে।

১৯৭৮ সালে অমিতাভ বচ্চন ডন হন। ডন চরিত্রকে সৃষ্টি করেন ফারহান আখতারের বাবা জাভেদ আখতার এবং সলমন খানের বাবা সেলিম খান।

সেই ডন শাহরুখের হাত হয়ে এবার ফারহান আখতারের সিনেমা হয়ে ফের মুক্তি পেতে চলেছে। এবার ডন অমিতাভ বা শাহরুখ খান নন। এবার ডন রণবীর সিং। যাঁকে ইতিমধ্যেই তাঁর নতুন ডন বলে জানিয়ে দিলেন ফারহান।

১৯৭৮ সালে ডন আত্মপ্রকাশ করে। তারপর ২০১১ সালেও ডন পর্দা কাঁপায় শাহরুখের হাত ধরে। এবার ডন পর্দায় ফের ফিরবে ২০২৫ সালে।

ফাইল : রণবীর সিং, ছবি – আইএএনএস

ডনকে সেই কবে থেকেই ১১টি দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ডনকে ধরে উঠতে পারেনি। তাকে ধরা অসম্ভব। তা ডনই সাফ জানিয়ে দিয়েছে পর্দায়।

সেই ডন ফের ফিরছে শুনে স্বভাবতই খুশি সিনেমা প্রেমী মানুষজন। ডন এমন এক সিনেমা যার ডন চরিত্রের বেপরোয়া, অসীম সাহসী, আত্মবিশ্বাসী মনোভাব মানুষকে বারবার আকর্ষিত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk