Entertainment

কেন তাঁর মা ট্রোল হবেন, গলা চড়ালেন রানু মণ্ডলের মেয়ে

Published by
News Desk

কেন তাঁর মাকে নিয়ে এভাবে মিম হবে? কেন তাঁকে ট্রোল করা হবে? কারণ তিনি আদবকায়দা জানেননা। এটা ঠিক যে তাঁর মায়ের ব্যবহার নিয়ে সমস্যা আছে। কিন্তু তার জন্য তাঁকে ট্রোল করা হবে! রানু মণ্ডল রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতেন। বলিউডের গ্ল্যামার জগতের আদবকায়দা, সাজগোজ তিনি জানেন না। কিন্তু তিনি সেখানে মডেল হতে যাননি। তিনি গান গাইছেন সেখানে। সেটাই গুরুত্ব পাওয়া উচিত। এভাবেই মা রানু মণ্ডলের পাশে দাঁড়ালেন তাঁর মেয়ে এলিজাবেথ সাথী রায়।

রাণাঘাট স্টেশনে গান গাওয়া রানু মণ্ডলের উত্থান কোনও গল্পের চেয়ে কম নয়। রাতারাতি তিনি বিখ্যাত হয়ে যান। বলিউডের সিনেমায় গানও গাওয়ার সুযোগ পেয়ে যান। খ্যাতির শিখর ছুঁয়ে ফেলেন তিনি। লতা মঙ্গেশকরের গান হুবহু গেয়ে রানু মণ্ডল এখন তারকা। আর এই খ্যাতি অর্জনের পরই কখনও তাঁকে দেখা গেছে সেলফি নিতে আসা ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করতে। কখনও তাঁর বিকট সাজে ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। মেয়ে সাথী জানান, ইন্টারনেটে তাঁর মায়ের যে মেকআপ করা ছবি ছড়িয়েছে তা একটি ভুয়ো ছবি। আর সেকথা জানিয়ে দিয়েছেন যাঁরা রানু মণ্ডলের মেকআপ করেছিলেন তাঁরাই।

এভাবে কেন তাঁর মাকে বারবার ট্রোল হতে হচ্ছে সে প্রশ্ন তোলেন সাথী। এমনকি এসব ট্রোলের পিছনে কার হাত থাকতে পারে তারও একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সাথী রায়ের দাবি, কয়েকজন তাঁর মায়ের গান ইন্টারনেটে ছড়িয়ে দেন। তারপরই তাঁর মা বিখ্যাত হন। এঁরাই হয়তো এখন তাঁর মাকে নিয়ে রাগে মিম বানিয়ে, ট্রোল করে অপমান করতে চাইছেন। এমনই অভিযোগ শোনা গেছে রানু মণ্ডলের মেয়ের গলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Ranu Mondal

Recent Posts