National

কখনও স্ত্রী বাঘের অধিকার পেতে, কখনও এলাকা দখলে মারা যাচ্ছে বাঘ

বাঘ বেড়ে গিয়েছে দেশের এই অভয়ারণ্যে। যার হাত ধরে বাড়ছে বাঘদের মৃত্যুর ঘটনা। নিজেদের মধ্যেই চলছে লড়াই। মারামারির কারণও অনেক।

Published by
News Desk

সন্তানের জন্ম দিতে সক্ষম বাঘ এখন রণথম্ভোর জাতীয় উদ্যানে অনেক। সংখ্যায় ৩২টি। যার হাত ধরে হুহু করে ওই জঙ্গলে বাঘের সংখ্যা বাড়ছে।

এদিকে বাঘের জন্ম লাগামছাড়া গতিতে বেড়ে যাওয়ার বাঘদের মধ্যে নানা কারণে অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। বাঘ অনেক হয়ে যাওয়ায় বাঘরা জঙ্গলের মধ্যেই নিজের নিজের এলাকা দখলে রাখতে সজাগ থাকছে।

সেখানে অন্য বাঘের প্রবেশ হলেই তারা ঝাঁপিয়ে পড়ছে। আবার এলাকা দখলে আসা বাঘের সঙ্গে তার প্রবল লড়াই হচ্ছে। যাতে অনেক সময় মৃত্যুও হচ্ছে বাঘদের।

আরও একটি ঘটনা বাঘদের লড়াইয়ের কারণ হচ্ছে। তা হল স্ত্রী বাঘের ওপর কার অধিকার থাকবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই। এতে লিপ্ত হচ্ছে ২টি পুরুষ বাঘ। সেখানেও এক পুরুষ বাঘের মারামারিতে মৃত্যু হতে পারে।

এমনভাবেই দেখা যাচ্ছে রণথম্ভোরের অভয়ারণ্যে বেশ কয়েকটি বাঘের খোঁজ নেই। এটাও সেখানকার আধিকারিকদের কাছে চিন্তার হয়ে দাঁড়িয়েছে।

বাঘদের সংখ্যার একটি হিসাব অনেককিছু পরিস্কার করে দিতে পারে। অভয়ারণ্যের আধিকারিকদের হিসাব বলছে ২০১৯ সালে জঙ্গলটিতে বাঘের সংখ্যা ছিল ৬৬টি। সেখানে ২০২১ সালে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ৮১টি। ২ বছরে অনেকটাই বেড়েছে বাঘের সংখ্যা।

এদিকে বাঘের সংখ্যা বৃদ্ধি আশপাশের গ্রামগুলির জন্য চিন্তার কারণ হয়েছে। জঙ্গল ছেড়ে মাঝেমধ্যেই খাবারের খোঁজে গ্রামে হানা দিচ্ছে রণথম্ভোরের বাঘ। যা গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk