দেশের এই বিখ্যাত জঙ্গলে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেননা পর্যটকেরা
দেশের অনেক জঙ্গলেই সাফারি করার চল রয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণও এটি। এভাবে সাফারি করতে গিয়ে দেশের এক বিখ্যাত জঙ্গলে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেননা পর্যটকেরা।
কোনও জঙ্গল বিখ্যাত বাঘের জন্য। কোথাও রয়েছে অনেক সিংহ, কোথাও আবার গণ্ডার অনেক। কোথাও আবার হাতির পাল, বাইসনের দল। এমন নানা পশুপাখিতে ভরা থাকে জঙ্গল। ওটাই তাদের আদর্শ জীবনধারণ স্থল।
বন্যেরা বনেই সুন্দর। সেখানেই তাদের শান্তি। কিন্তু সেই শান্তি কিছুটা হলেও লঙ্ঘিত হয় সাফারির জন্য। ভারতের অনেক অভয়ারণ্যেই সাফারি হয়। রাজস্থানের রণথম্ভোরের জঙ্গল বিখ্যাত বাঘের জন্য। সেই বাঘ দেখার জন্য পর্যটকেরা সাফারি করেন জঙ্গলে।
খরচ করে সাফারি করতে গিয়ে বাঘের দেখা পেতে কার্যত মরিয়া থাকেন তাঁরা। আর যদি তার দেখা পান তাহলে মোবাইল ফোন থেকে ছবি তোলা, সেলফি তোলা এসব তো চলতেই থাকে।
ভাল ছবির জন্য অনেকসময় পর্যটকেরা বাঘের খুব কাছেও পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। পর্যটকদের আবদার রাখতে সাফারির জিপ চালকরাও বন্যপ্রাণিদের খুব কাছে গাড়ি নিয়ে পৌঁছে যান। যাতে পর্যটকেরা সেই বন্যপ্রাণিকে দেখতে পান।
সেই বিখ্যাত রণথম্ভোর জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটকেরা আর জঙ্গলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেননা। দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনেই কঠোরভাবে বন্ধ করে দেওয়া হল রণথম্ভোর জঙ্গল এলাকার মধ্যে থাকা পর্যটকদের মোবাইল ব্যবহার।
বন্যপ্রাণিরা যাতে নিশ্চিন্তে থাকতে পারে, বন্যজীবনে তারা যাতে শান্তিতে তাদের চিরাচরিত চরিত্র ও অভ্যাস বজায় রেখে চলতে পারে, সেজন্যই এই নিষেধাজ্ঞা। ফলে আগামী দিনে রণথম্ভোর জাতীয় উদ্যানে গেলে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেননা পর্যটকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













