Entertainment

আলিয়া ভাট কি কিশোর কুমারকে চিনতেন, স্ত্রীর গোপন কথা ফাঁস করলেন রণবীর

আলিয়া ভাট এখন বলিউডের প্রথমসারির নায়িকা। কিশোর কুমারকে কি তিনি আদৌ চিনতেন? স্ত্রীর গোপন কথা ফাঁস করে দিলেন রণবীর কাপুর।

Published by
News Desk

গোয়ায় আইএফএফআই-এর ৫৫ তম পুরস্কার বিতরণীতে রণবীর কাপুর এমন এক কথা সকলকে বলে দিলেন যা বেশ অবাক করল। বলিউডে কিশোর কুমার এমন এক নাম যিনি কেবল এক অবিস্মরণীয় গায়ক হিসাবেই নয়, একজন অভিনেতা হিসাবেও সমানভাবে কদর পান।

কিশোর কুমার এক কিংবদন্তির নাম। সেই কিশোর কুমার বা বলিউডের কিশোরদাকে কি তাঁর স্ত্রী আলিয়া ভাট চিনতেন? রণবীর কাপুর মঞ্চেই জানান, তাঁর সঙ্গে যখন প্রথম আলিয়ার দেখা হয় তখন আলিয়া জিজ্ঞেস করেছিলেন কিশোর কুমার কে?

আদ্যন্ত চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত পরিবারের মেয়ে আলিয়া। বাবা মহেশ ভাট। তিনি কিনা কিশোর কুমারকেই চিনতেন না! ওরকম এক মঞ্চে দাঁড়িয়ে স্ত্রীর এই কিশোর কুমারকে না চেনার কাহিনি শুনিয়ে কার্যত আলিয়া ভাটকে বেশ অস্বস্তিতেই ফেলে দেন রণবীর।

রণবীরের দাবি, যে সময় বদলায়। সেই সঙ্গে আগের প্রজন্মকে ভুলে যান সকলে। নতুন অভিনেতা অভিনেত্রীরা জায়গা করে নেন। কিন্তু এই ভুলে যাওয়ার তালিকায় কি কিশোর কুমারের মত নামগুলো পড়ে?

সিংহভাগ মানুষই মনে করেন কিশোর কুমার এমন এক নাম যা চিরন্তন। মুছে যাওয়ার নয়। এদিন নিজের পছন্দের গান, তাঁর ঠাকুরদা রাজ কাপুরকে নিয়েও নানা কথা বলেন রণবীর।

মজার ছলেই জানান, তাঁদেরকে ক্যারামেল চকোলেট দিতেন তাঁদের ঠাকুরদা। শুধু তিনি নন, তাঁর দিদি, করিশ্মা, করিনা সকলেই তা পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk