Entertainment

বিছানায় আলিয়া কি করেন, ব্যক্তিগত মুহুর্তের কথা প্রকাশ্যে বলে দিলেন রণবীর

বলিউডের অন্যতম জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের পরও তাঁরা সব সময় খবরে। এবার রণবীর যা বললেন তা আলিয়ার জন্য অপ্রস্তুতির কারণ হতেই পারে।

Published by
News Desk

প্রথমে বিয়ে নিয়ে খবরে ভেসে ছিলেন আলিয়া ও রণবীর। তারপর বিয়ে মিটলে এবার তাঁরা বাবামা হওয়ার অপেক্ষায়। আর আলিয়ার মা হতে চলার খবর সংবাদমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এর মধ্যেই রণবীর জানালেন বিছানায় আলিয়া কেমন।

স্বামী স্ত্রীর নিতান্তই ব্যক্তিগত মুহুর্তকে যে রণবীর এভাবে হাটের মাঝে ফাঁস করবেন সেটা বোধহয় আলিয়াও বুঝতে পারেননি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিন্তু রণবীর অকপটেই জানিয়ে দিয়েছেন সব কিছু।

রণবীর জানিয়েছেন আলিয়া খুবই বুদ্ধিমতী। তবে ঘুমিয়ে পড়লে আলিয়া সোজা ঘুমোন না। ক্রমশ কোণাকুণি ঘুরতে শুরু করেন। ফলে রণবীরের শোওয়ার জায়গা কমতে থাকে।

একটা বিছানায় ২ জন সোজা শুলে যথেষ্ট জায়গা থাকে। কিন্তু একজন যদি কোণাকুণি ঘুরতে থাকেন তাহলে অপরের বেজায় মুশকিল। আর আলিয়া নাকি এভাবে কোণা হতেই থাকেন।

ফলে ক্রমশ কমতে থাকে রণবীরের শোওয়ার জায়গা। শেষে গিয়ে তা একদম সামান্য একটু জায়গায় গিয়ে ঠেকে। কার্যত আলিয়া যে পুরো খাট জুড়ে ঘুমোন, আর তাঁর জন্য থাকে সামান্যই জায়গা তা বলতে দ্বিধা করেননি স্বামী রণবীর।

প্রসঙ্গত গত ১৪ এপ্রিল রণবীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া। বলিউড দম্পতি ২ তারকার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ বক্স অফিসে সফল হয়েছে সবে। আলিয়া এখন সন্তানসম্ভবা। সব মিলিয়ে তাঁদের পরিবারে এখন খুশির জোয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk