Entertainment

অসুস্থ রণবীর কাপুর, বন্ধ শ্যুটিং

Published by
News Desk

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কিছুটা কাজ শেষ হয়েছে। বুলগেরিয়া থেকে দেশে ফিরেই রণবীর কাপুর লেগে পড়েছিলেন আরও একটি ছবির কাজে। রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকের শ্যুটিং সেটেই কাটছিল দিনগুলো। কয়েকদিন ধরেই শরীরটা ঠিক সঙ্গত দিচ্ছিল না জেন ওয়াই প্রজন্মের হার্টথ্রব নায়কের। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর পুত্র। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ‘রকস্টার’ খ্যাত অভিনেতাকে চিকিৎসক জানিয়ে দেন, টাইফয়েড হয়েছে তাঁর। শরীর ভীষণ দুর্বল। এখন আর কোনওভাবেই শ্যুটিং করা যাবে না। আপাতত ক’দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রণবীরকে। মেনে চলতে হবে বিশেষ ডায়েট চার্ট। বন্ধ রাখতে হবে সবরকমের কায়িক পরিশ্রম। চিকিৎসকের সমস্ত নির্দেশ মেনে ছেলের সেবা শুশ্রুষায় কোনও খামতি রাখছেন না মা নীতু সিং কাপুর।

সামনেই শাবানা আজমির জনপ্রিয় ফ্যাশন শোয়ের অনুষ্ঠান। শোয়ে প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে র‍্যাম্পে হাঁটার কথা রণবীরের। তাই নিয়ে ফ্যাশন বোদ্ধা, দীপিকা ও রণবীরের অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। এরমাঝে টাইফয়েডে আক্রান্ত হয়ে পড়ায় হয়তো দীপিকার সঙ্গে র‍্যাম্পে আগুন ঝরাতে দেখা যাবে না রণবীরকে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts