Let’s Go

একের পর এক জ্যান্ত কাঁকড়া ছাড়া হল মন্দিরে, পিছনে রয়েছে অন্য বিশ্বাস

মন্দিরে ফল, ফুল, মিষ্টির সঙ্গে বেলপাতা বা দুধও নিয়ে যান ভক্তেরা। কিন্তু জ্যান্ত কাঁকড়াও যে ঈশ্বরকে নিবেদন করা যায়, এমন ঘটনা অনেককে অবাক করল।

Published by
News Desk

মন্দিরে পুজো দিতে গেলে ফল, ফুল, মিষ্টি অনেকেই নিয়ে যান। শিবমন্দিরে পুজো দিতে ভক্তেরা বেলপাতা বা দুধও নিয়ে যান। কিন্তু এক শিব মন্দিরে ভক্তেরা এসব কিছুই নিয়ে গেলেন না। বরং নিয়ে গেলেন একটি করে কাঁকড়া। তাও জ্যান্ত।

দেখা গেল ভক্তেরা ভগবান শিবের গর্ভগৃহে প্রবেশ করে লিঙ্গটি ঘিরে প্যাকেট বন্দি কাঁকড়াদের তাঁর সামনে নিবেদন করতে থাকলেন।

কাঁকড়াগুলি বার হয়ে নিজের মত ফুল, বেলপাতার ওপর ঘুরে বেড়াতে থাক। এভাবে অনেক ভক্তই জ্যান্ত কাঁকড়া ছাড়লেন শিবলিঙ্গের সামনে।

ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। জানা যাচ্ছে গুজরাটের সুরাটে রয়েছে রামনাথ ঘেলা মহাদেব মন্দির। এখানে এই কাঁকড়া দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে মন্দিরে প্রতিদিনই ভক্তেরা কাঁকড়া নিবেদন করেননা। বছরের ১টি দিনেই এই কাঁকড়া নিবেদনের রীতি চলে আসছে। কিন্তু ফুল, বেলপাতা, দুধ, মিষ্টি ছেড়ে জ্যান্ত কাঁকড়া কেন?

এখানে একটি প্রাচীন বিশ্বাস আছে যে এই মন্দিরে ভগবান শিবের কাছে জ্যান্ত কাঁকড়া নিবেদন করলে নিজেদের কানের সমস্যা মিটে যায়। এমনকি তাঁদের পরবর্তী প্রজন্মের কানের সমস্যাও কখনও হবেনা জ্যান্ত কাঁকড়া নিবেদন করলে বলে বিশ্বাস করা হয়।

জ্যান্ত কাঁকড়া তো নিবেদন করা হল। কিন্তু এত কাঁকড়ার এরপর কি হয়? মন্দিরের নিয়ম হল জ্যান্ত কাঁকড়া ভক্তরা নিবেদন করে চলে যাওয়ার পর সেগুলি ফের কাছের তাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। তাদের কোনও ক্ষতি করা হয়না।

Share
Published by
News Desk