Entertainment

তিনি মাতাল, তবে মদ্যপানে নয়, ২৭ বছর এটা দেখে অনুভব করলেন বিখ্যাত পরিচালক

২ দিন আগেও তাঁর মাথায় আসেনি বিষয়টি। কিন্তু ২ দিন আগে এমন কিছু তিনি দেখেন যা দেখার পর তাঁর মনে হয়েছে তিনি মাতাল ঠিকই, তবে মদ্যপানে মাতাল নন।

Published by
News Desk

তিনি রামগোপাল বর্মা। বিখ্যাত পরিচালক। ভারতীয় চলচ্চিত্রে এক ভিন্ন ধারার সূচনা করেন তিনি। রামগোপালের সিনেমা মানেই একটা নতুন কিছু। সেই রামগোপাল বর্মা এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন এমন এক কথা যা নতুন করে হইচই ফেলে দিয়েছে।

রামগোপাল লিখেছেন এটা ঠিক কথা যে তিনি মাতাল। কিন্তু সেই মাতাল মদ্যপান করে নয়। তিনি তাঁর সাফল্য ও অহংকারে মাতাল। আর সেটাও তিনি মাত্র ২ দিন আগে অনুভব করেছেন। অনুভব করেছেন কিসের জন্য তিনি মাতাল।

রামগোপাল লেখেন, ২৭ বছর পর তিনি ফের তাঁর তৈরি কালজয়ী সিনেমা সত্যা দেখেন। সত্যা ভারতীয় সিনেমায় যেমন একদম এক নতুন ভাবনা সামনে এনেছিল, তেমনই তা বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল।

তাঁর নিজের তৈরি এই সিনেমা ২৭ বছর পর ফের দেখে রামগোপাল কেঁদে ফেলেছেন বলে লিখেছেন। লিখেছেন, কেবল এক ভালবাসা ও আন্তরিক টান থেকে সিনেমাটি তৈরি করেন তিনি। যা একটি শিশুর জন্ম দেওয়া ছিল, তবে সে শিশু কেমন শিশু তা জানা ছিলনা।

শিশুর জন্ম দেওয়ার আনন্দটাই ছিল মুখ্য। কেউ বুঝতেই পারেননি কেমন সিনেমা তৈরি হল। কখন যে সিনেমাটা তৈরি হয়ে গিয়েছিল তাও বোঝা যায়নি।

বোঝা গিয়েছিল তা নিয়ে অন্যদের বক্তব্যে। বক্স অফিসে হিট হওয়ার পর তিনি অনুভব করে আনন্দে মাতোয়ারা হয়ে যান যে এটা তাঁর সৃষ্টি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk