Entertainment

অনেক দিন একা, হন্যে হয়ে প্রেমিক খুঁজছেন বলিউড সুন্দরী

Published by
News Desk

অনেক দিন তিনি একাকী সময় কাটাচ্ছেন। সকলেই জানেন তিনি সিঙ্গল। আর এবার তিনি একজন বিশেষ মানুষের খোঁজে আছেন। লোকে নাকি তাঁকে বলেন, তাঁর পিছনে ছেলেদের লাইন লেগে রয়েছে। তাঁকে শুধু এঁদের মধ্যে থেকে একজনকে খুঁজে নিতে হবে। তবে এখনও সেই বিশেষ মানুষের খোঁজ পাননি রাকুল প্রীত সিং। মারজাবা অভিনেত্রী এখনও তাঁর মনের মত বিশেষ মানুষ খুঁজে বেড়াচ্ছেন।

খোলামেলা মনের মানুষ বলেই পরিচিত এই সুন্দরী অভিনেত্রী। ঝকঝকে সুন্দরী রাকুলের জীবন শুরু কিন্তু কন্নড় সিনেমা দিয়ে। তখন তাঁর বয়স মাত্র ১৮। তাঁর দক্ষিণী সিনেমা পোক্কিরি দেখে তাঁকে ভাল লাগে তেলেগু নির্দেশক পুরী জগন্নাথের। বিখ্যাত নির্দেশক হিসাবে তাঁর পরিচিতি রয়েছে। তিনি নিজে রাকুলকে ডাক দেন তাঁর ছবি করার জন্য, কিন্তু রাকুল না করে দেন।

পুরী জগন্নাথের মত এমন স্বনামধন্য পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায়না মানুষ। আর তিনি ছেড়ে দিলেন! শুনে নাকি অনেকেই অবাক হয়েছিলেন সেদিন। রাকুল জানিয়েছেন, তিনি তখন তাঁর অঙ্কে অনার্স সম্পূর্ণ করছিলেন। আর তিনি বিশ্বাস করেন তাঁর একটা ন্যূনতম পড়াশোনা থাকা জরুরি। যাতে সিনেমায় কেরিয়ার না তৈরি হলে যাতে তিনি অন্য কিছুও করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk