Kolkata

আজ রাখিবন্ধন উৎসব

Published by
News Desk

দুটি সম্প্রদায় হোক বা দুটি মানুষ। রাখিবন্ধন সম্প্রীতির বার্তা ছড়ায়। সেইসঙ্গে রাখিবন্ধন ভাই-বোনের সম্পর্কের আদিঅনন্ত বন্ধনের বার্তাও বহন করে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মধ্যে দিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে বন্ধনকে আর দৃঢ় করে বাঁধতে চেয়েছিলেন। সেইসঙ্গে ভাইয়ের হাতে রাখি বেঁধে বোনেরা চেয়েছে সুরক্ষা। রক্তের সম্পর্ককে আরও সুদৃঢ় করার এ এক অভিনব উৎসব।

এদিন রাজ্যের বিভিন্ন কোণায় বাড়িতে বাড়িতে পালিত হয়েছে রাখিবন্ধন। সকাল থেকেই বোনেদের সাজোসাজো রব। ভাইয়ের হাতে রাখি পড়ানো। মিষ্টি মুখ। আর উপহার আদানপ্রদানে আর পাঁচটা দিনের চেয়ে একদম আলাদা ভাবে কেটেছে দিনটা। শুধু পশ্চিমবঙ্গই নয়, রাখিবন্ধনকে কেন্দ্র করে প্রায় গোটা দেশই এদিন মেতেছে আনন্দে।

Share
Published by
News Desk

Recent Posts