National

মহর্ষি বাল্মীকি সম্বন্ধে অশালীন মন্তব্য, গ্রেফতার রাখি সাওয়ান্ত

Published by
News Desk

মুম্বই থেকে গ্রেফতার করা হল বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। পঞ্জাব পুলিশের একটি দল এদিন মুম্বইয়ে এসে তাঁকে গ্রেফতার করল। আদালতের নির্দেশেই রাখিকে গ্রেফতার করা হয়। গতবছর একটি টিভি চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে রাখি দাবি করেন, রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রথমে খুনি ছিলেন। পরে তাঁর মধ্যে পরিবর্তন আসে। তিনি রামায়ণ রচনা করেন। এভাবেই গায়ক মিকা সিং প্রথমে ভাল ছিলেন না, কিন্তু পরে নিজেকে বদলে ভাল হন। প্রসঙ্গত এই মিকা সিংই সেই মিকা সিং, যিনি নাকি তাঁকে নিজের জন্মদিনের পার্টিতে জোর করে চুম্বন করেন বলে দাবি করেন রাখি।

রাখির টিভি চ্যানেলের বক্তব্য শোনার পর মহর্ষি বাল্মীকি সম্বন্ধে বক্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে দাবি করে জনৈক ব্যক্তি আদালতে মামলা করেন। সেই মামলায় রাখি সাওয়ান্তকে গত ৯ মার্চ শুনানির দিন উপস্থিত থাকতে বলা হলেও তিনি উপস্থিত ছিলেন না। তারপরই রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

Share
Published by
News Desk