Entertainment

আর একটু হলেই অডিশনে অসৎ উদ্দেশ্যের শিকার হতে হত, দাবি করলেন রাখি সাওয়ান্ত

Published by
News Desk

তিনি যখন তাঁর প্রথম জীবনে বিভিন্ন সিনেমায় অডিশন দিতে যেতেন তখন তাঁর অনেক সময় পরিচালক, প্রযোজকদের অসৎ উদ্দেশ্যের শিকার হওয়ার উপক্রম হয়েছিল। এমনই দাবি করলেন রাখি সাওয়ান্ত। রাখি সাওয়ান্ত বলিউডে এখন বিতর্কের রানি বলেই পরিচিত। তিনি মুখ খোলা মানেই নাকি বিতর্কের খোরাক পাওয়া। তবে রাখি একটি সাক্ষাৎকারে সম্প্রতি অডিশনের সময়ের একটি খারাপ অভিজ্ঞতার কথা সকলকে জানিয়েছেন।

রাখি বলেন, তখন তাঁর নাম রাখি সাওয়ান্ত ছিলনা। তাঁর নাম ছিল নীরু ভেদা। সবে সিনেমায় চেষ্টা শুরু করেছেন। এমন সময় একটি সিনেমার অডিশনে ডাক পান তিনি। অডিশন দিতে হাজির হন। ঘরে তখন প্রযোজক ও পরিচালক ছিলেন। তাঁরা তাঁকে তাঁর ট্যালেন্ট দেখাতে বলেন। রাখির দাবি, তিনি তখন ট্যালেন্ট দেখাতে বলায় সিনেমার অংশ বলতে শুরু করেন। আর ঠিক তখনই প্রযোজক, পরিচালক ঘরের দরজা বন্ধ করে দেন। রাখির দাবি, তখন তিনি বুঝতে পারেননি আসলে ট্যালেন্ট দেখাতে বলে তাঁরা তাঁকে ঠিক কী বলতে চেয়েছিলেন।

রাখি জানান, সেদিন পরিচালক ও প্রযোজকের অসৎ উদ্দেশ্যের কথা বুঝতে পেরে তিনি কোনওক্রমে ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন। অন্যান্য প্রসঙ্গে বলতে গিয়ে রাখি আরও বলেন, তাঁর প্রথম জীবনে তাঁর মা হাসপাতালে কাজ করতেন। হাসপাতালে কাজ করে রোজগার করে তাঁদের সংসার চালাতেন। প্রবল দারিদ্রের মধ্যে বড় হতে হয়েছে তাঁকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Rakhi Sawant

Recent Posts