ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @rakhisawant2511
এটাই বোধহয় দেখা বাকি ছিল! খবরে ভেসে থাকতে রাখি সাওয়ান্তের জুড়ি নেই। যেনতেন প্রকারেণ খবরে থাকার অভিনব সব রাস্তা খুঁজে নেন ‘ড্রামা কুইন’ হিসাবে পরিচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার মলত্যাগ করার চেষ্টার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। যা হুহু করে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্ত মলত্যাগ করার চেষ্টা করছেন। তাঁর দাবি, চেয়েও তাঁর মলত্যাগ হচ্ছে না। তিনি কিংবদন্তি বক্সার মাইক টাইসনের প্রেমে পড়েছেন। শুধুমাত্র টাইসন এলেই রাখির মলত্যাগ সমস্যা মিটে যাবে। এই ভিডিও শেয়ার হতেই নেটিজেনরা কটাক্ষ শুরু করে দেন। তবে তাতে রাখির কিছু যায় এসেছে বলে মনে হয়না। কারণ এই ভিডিও এত শেয়ার হল যে ফের তিনি খবরে এসে গেলেন। অনেকে তো কটাক্ষ করে বলছেন, এটাই তো উদ্দেশ্য ছিল। তাতে সফল রাখি।