State

৩ লক্ষ ২০ হাজার রাখি তৈরি করল বাংলার গ্রাম, পরবেন তাবড় নেতা মন্ত্রীরা

Published by
Shaoni Dutta

সারাবছর তাঁরা রাখি বানান। তাই রাখির সময় এটাই বোধহয় তাঁদের সেরা স্বীকৃতি। কালনার গ্রামের মহিলাদের তৈরি রাখি যাচ্ছে রাজ্য সরকারের রাখি উৎসবে।

২৬ অগাস্ট রাখিবন্ধন উৎসবের জন্য রাজ্য সরকারের ঘরে যে রাখি যাবে তা তৈরি হল পূর্ব বর্ধমানের কালনায়। পরিমাণটাও কিছু কম নয়। ৩ লক্ষ ২০ হাজারের বেশি। মাত্র ১ মাস সময়ে এই রাখি তৈরি করে ফেললেন কালনা মহকুমা এলাকার গ্রামীণ মহিলারা। অভ্যস্ত হাত ছাড়া যে এত দ্রুত এত বড় কাজ করা যায় না সেটা সরকার জানে বলেই বরাত দেওয়া হয় সারা বছর রাখি তৈরি করার অভিজ্ঞতা সম্পন্ন এই মহিলাদের।

কালনা উইভার এন্ড আর্টিশান ওয়েলফেয়ার সোসাইটির বানানো রাখির স্যাম্পল দেখামাত্রই পছন্দ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে একটি রাখি বেছে তার ওপর বিশ্ববাংলার লোগো লাগিয়ে তৈরি হয়েছে এই রাখি। উৎসবের ১০ দিন আগেই রাজ্য যুব কল্যাণ দফতরের হাতে সব রাখি তুলে দিয়েছেন তাঁরা।

Share
Published by
Shaoni Dutta