Entertainment

কীভাবে সিনেমায় এলেন হৃতিক রোশন, শিখলেন লড়াই করা, অজানা গল্প বললেন তাঁর বাবা

বলিউড সুপারস্টারদের একজন অবশ্যই হৃতিক রোশন। যিনি প্রথম সিনেমাতেই বাজিমাত করে দেন। কিন্তু কীভাবে এই জগতে এলেন হৃতিক? সেই অজানা গল্প বললেন বাবা রাকেশ রোশন।

Published by
News Desk

হৃতিক রোশন এখন বলিউড সুপারস্টারদের একজন। টিনসেল টাউনে তাঁকে গ্রিক দেবতার মত দেখতেও বলা হয়। যাঁর প্রথম সিনেমা কহো না পেয়ার হ্যায় সুপারহিট হয়। তারপর আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি হৃতিককে।

অনেকের ধারনা বাবার হাত ধরেই হৃতিক সিনেমায়। যেমন স্টার কিডরা হয়ে থাকেন। কিন্তু হৃতিকের বাবা রাকেশ রোশন যে গল্প শোনালেন তাতে কাহিনিটা অন্যরকম।

রাকেশ রোশন জানান, হৃতিক তখন পড়াশোনা করছেন। এমন এক সময় আসে যখন হৃতিকের সামনে ২টি রাস্তা খোলা ছিল। এক বিদেশে গিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া অথবা বাবা রাকেশের সিনেমা তৈরির কাজে তাঁকে সাহায্য করা। সিদ্ধান্ত হৃতিকের হাতেই ছেড়ে দেন রাকেশ।

হৃতিক ভেবেচিন্তে জানান তিনি বাবাকেই সাহায্য করবেন। রাকেশ রোশন জানান, এই সিদ্ধান্তের পরও তিনি চাইছিলেন তাঁর ছেলে যেন বোঝেন স্ট্রাগলটা কতটা কষ্টকর! রাকেশ চাইছিলেন, তিনি যে কষ্টটা করেছেন সেটা হৃতিকেরও কিছুটা বোঝা উচিত।

সেজন্যই সহজে একটা সিনেমায় হৃতিককে সুযোগ না দিয়ে রাকেশ স্থির করেন তাঁকে সিনেমা তৈরির কাজে আপাতত সাহায্য করুন তাঁর ছেলে। সেটাই করেনও হৃতিক।

তখনই হৃতিক বোঝেন লড়াই কতটা কঠিন। পরে রাকেশ রোশনের সিনেমা কহো না পেয়ার হ্যায়-তেই আত্মপ্রকাশ করেন হৃতিক।

ফাইল : রাকেশ রোশন, ছবি – আইএএনএস

৭৩ বছর বয়সী বলিউডের একটা সময়ের অন্যতম তারকা রাকেশ রোশন সিনেমা তৈরিতে হাত দেওয়ার পর তাতেও সফল হন। ছেলেকে আত্মপ্রকাশেই একটা সাড়া জাগানো সিনেমা উপহার দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk