Entertainment

অস্ত্রোপচার ভাল হয়েছে, দ্রুত বাড়ি ফিরছেন, জানালেন রাকেশ রোশন

Published by
News Desk

তাঁর গলার অপারেশন ভাল হয়েছে। তিনি দ্রুত বাড়ি ফিরছেন। আগামী শুক্র বা শনিবারের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি। একথা নিজেই এদিন জানান একসময়ের দাপুটে অভিনেতা তথা বর্তমানে নির্দেশক রাকেশ রোশন। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি।

ফাইল : রাকেশ রোশন, ছবি – আইএএনএস

রাকেশ রোশনের এক ঘনিষ্ঠ জানান, রাকেশ তাঁর গলার ক্যানসারের কথা শোনার পরও এতটুকু মুষড়ে পড়েননি। বরং সবসময়েই খুশি ছিলেন। কাজ করছিলেন।

ফাইল : রাকেশ রোশন, ছবি – আইএএনএস

গলার ক্যানসারে ভুগছেন তাঁর বাবা। তবে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পরেছে সেটি। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একথা জানান রাকেশ রোশনের ছেলে বলিউড তারকা হৃতিক রোশন। তিনি এও জানান মঙ্গলবারই তাঁর বাবার গলার অপারেশন হবে।

ফাইল : রাকেশ রোশন, ছবি – আইএএনএস

সোশ্যাল মিডিয়ায় কথাটা সামনে আসার পর নানা মহল থেকে রাকেশ রোশনের আরোগ্য কামনা করে বার্তা আসতে শুরু করে। তারপর এদিন তাঁর সফল অস্ত্রোপচারের কথা জানিয়ে সকলকে আশ্বস্ত করলেন রাকেশ রোশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk