National

তেজস যুদ্ধবিমানে উড়লেন রাজনাথ, লিখলেন নয়া ইতিহাস

Published by
News Desk

দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস-এ চেপে উড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সকালে তিনি তেজস-এ চেপে আকাশে ভেসে পড়েন। তাঁকে তেজস-এ চড়িয়ে ঘুরিয়ে আনেন ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল এন তিওয়ারি। রাজনাথ সিং এদিন জি-স্যুট পড়েই বিমানে বসেন। সবমিলিয়ে ৩০ মিনিট আকাশে ছিলেন তিনি। এদিন সকাল ৯টা ৫৮ মিনিটে বেঙ্গালুরু থেকে ওড়েন প্রতিরক্ষামন্ত্রী।

তেজস-এ চড়ার ক্ষেত্রে দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হলেন রাজনাথ সিং। সেদিক থেকে ইতিহাস গড়লেন তিনি। এদিন রাজনাথ সিং আকাশে ডানা মেলার আগে ট্যুইট করে জানান সব তৈরি। তারপর সমবেত জনতার দিতে হাত নেড়ে উঠে পড়েন তেজসের ককপিটে। যেখানে তাঁর সবরকম সুরক্ষা বন্দোবস্ত ঠিকঠাক করে দেন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা। তারপরই দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস উড়ে যায় আকাশে।

রাজনাথ সিং পরে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ভারত এখন বিদেশের কাছে বেচতে সক্ষম। শুধু যুদ্ধবিমান বলেই নয়, সব ধরনের যুদ্ধাস্ত্র বিক্রিতে সক্ষম ভারত। তারা নিজস্ব প্রযুক্তিতে যেসব আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তা বিদেশের বাজারে বিক্রি করার মত। যার চাহিদা বিদেশি বাজারে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার মত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts