National

একটাও গুলি ওদিক থেকে এলে পাল্টা অজস্র গুলিতে জবাব দিতে বলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

Published by
News Desk

একটা গুলিও পাকিস্তানের দিক থেকে এদিকে এলে যেন পাল্টা বেহিসাবি গুলিতে তার জবাব দেওয়া হয়। ভারতীয় সেনাকে এই নির্দেশ দিয়েছেন তিনি। ত্রিপুরায় ভোটের প্রচারে গিয়ে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে সবসময়ে শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে চলার পক্ষপাতী। কিন্তু পাকিস্তান সারাক্ষণ ভারতে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। কাশ্মীর জুড়ে তারা লাগাতার অসাধু কাজে লিপ্ত রয়েছে। কাশ্মীরকে টুকরো করতে উঠেপড়ে লেগেছে। দিনের পর দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। ভারতীয় ভূখণ্ডে বোমাবর্ষণ করছে। ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছে। তাই এই অবস্থায় পাকিস্তানের দিক থেকে আর একটা বুলেটও এদিকে এলে তিনি ভারতীয় সেনাকে পাল্টা অজস্র গুলি চালিয়ে তার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তা এদিন আরও একবার মনে করিয়ে দেন রাজনাথ সিং। কারও ক্ষমতা থাকলে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেখাক! কার্যত হুংকারের সুরেই একথা জানিয়ে দেন তিনি।

Share
Published by
News Desk