National

পাকিস্তান গুলি চালালে ঝাঁকে ঝাঁকে গুলি করে প্রত্যুত্তর দিন, সেনাকে নির্দেশ রাজনাথের

Published by
News Desk

ভারত-পাকিস্তান সীমান্তে প্রত্যেকদিন ৪-৫ জন জঙ্গিকে খতম করছে ভারতীয় সেনা। এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত পার করে ভারতে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। তা রোখারও সবরকম চেষ্টা চালিয়ে যায় ভারতীয় সেনা। তবু হিমালয়ের পাহাড়ি গহন জঙ্গলে লুকিয়ে অথবা শীতের সময়ে বরফের চাদরে নিজেদের ঢেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায় জঙ্গিরা। লক্ষ্য একটাই, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়া। সেই চেষ্টাই ব্যর্থ করতে সবরকম চেষ্টা চালায় ভারতীয় ফৌজ।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি সেনাকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ না করতে। কিন্তু যদি ওধার থেকে গুলি চালানো হয় তবে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে পাক সেনাকে যোগ্য জবাব দিতে। ডোকলাম ইস্যুতে রাজনাথ বলেন, ভারত আর দুর্বল রাষ্ট্র নয়। যদি দুর্বল রাষ্ট্র হত তবে ডোকলামের মত বিতর্কিত বিষয়ের সমাধান করতে সমর্থ হত না।

Share
Published by
News Desk