SciTech

বাংলার কাছেই রয়েছে হিমালয়ের চেয়েও ৫০০ কোটি বছর পুরনো পাহাড়ের সারি

হিমালয় পর্বতের প্রাচীনত্বকেও হেলায় ছাপিয়ে গেল এ দেশের এক পাহাড়ের সারি। তাও এই বাংলার খুব কাছেই রয়েছে সার দেওয়া সেই পাহাড়।

Published by
News Desk

হিমালয়ের খুব কাছেই এই ভারতেই রয়েছে এমন এক পাহাড়ের সারি যা হিমালয়ের চেয়ে ৫০০ কোটি বছর পুরনো। সেখানে আদি মানবের পায়ের ছাপও উদ্ধার হয়েছে।

কার্বন ডেটিং করে পাহাড়গুলির বয়স নির্ধারণ করে দেখা গেছে যখন হিমালয় টেথিস সাগরের তলায় জন্মও নেয়নি তখন এই পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। সেখানে প্রাণি ও গাছের জীবাশ্মও এই দাবির স্বপক্ষে নিদর্শন সামনে আনছে।

ঝাড়খণ্ডের রাজমহল এলাকার পাহাড়ের সারিতে নানা খোঁজ চালিয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন ঝাড়খণ্ডের এই পাহাড় সারি হিমালয়ের চেয়ে ৫০০ কোটি বছর আগে তৈরি হয়েছিল।

দুমকার একটি পাহাড়ের ওপর তো আদি মানবের পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদ অনুপ কুমার বাজপেয়ী। তাঁর মতে, শুধু আদি মানবের পায়ের ছাপ বলেই নয়, সেখানে হরিণের খুরের ছাপ, নানা মাছের জীবাশ্মও উদ্ধার হয়েছে।

আদি মানবের যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে তা কম করে ৩০ কোটি বছর পুরনো বলেও দাবি করা হয়েছে। যে আদিম মানুষের উচ্চতাই ছিল ১০ থেকে ১৪ ফুট।

এটি পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডের ঘাঘাজোর নদীর ধারে বরমসিয়া এলাকার পাহাড়ের ওপর। এমন এক আবিষ্কার সামনে আসার পর এখন ঝাড়খণ্ডে নতুন দ্রষ্টব্য হয়েছে ওই আদি মানবের পায়ের ছাপ।

যা দেখতে বহু পর্যটক ছুটছেন। হিমালয়ের চেয়েও ৫০০ কোটি বছর পুরনো পাহাড়ের সারি কিন্তু হিমালয়ের কাছেই পাওয়া গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk