Entertainment

তাঁর বিয়েতে কোনও অনুষ্ঠান পালন হয়নি, অজানা কথা জানালেন রাজকুমার রাও

বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যে তিনি একজন। তাঁর বিয়ের অজানা কথা এবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন রাজকুমার রাও।

Published by
News Desk

বলিউডে বিভিন্ন ধরনের সিনেমার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর মত অভিনেতার সংখ্যা হাতে গুনে বলা যায়। সেই বলিউডের প্রথমসারির অভিনেতা রাজকুমার রাও এবার জানালেন তাঁর বিয়ে নিয়ে অজানা কথা।

সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার জানান, তাঁর ও পত্রলেখার বিয়েতে কোনও প্রথামাফিক দিন ও নিয়ম পালিত হয়নি। কিন্তু আনন্দে ত্রুটিও ছিলনা। কীভাবে সেটা সম্ভব হয়েছিল সেকথা জানান রাজকুমার রাও।

বলিউড তারকা জানান, তাঁর এবং পত্রলেখার মধ্যে বিয়েতে হলদি বা গায়েহলুদ বা সঙ্গীতের মত কোনও অনুষ্ঠান হয়নি। তাঁদের বিয়েতে একাধিক পার্টি হয়েছিল। বিয়ের প্রথম দিনে সকালে পার্টি হয়। তারপর রাতেও পার্টি হয়।

বিয়ের দিন ফের রাতে একটা পার্টি অনুষ্ঠিত হয়। একের পর এক পার্টিতে সকলে মেতে উঠেছিলেন। বিয়ের উৎসব পালিত হয়েছিল। সেসব পার্টির মধ্যে পুল পার্টি ছিল, হোয়াইট পার্টি ছিল। হোয়াইট পার্টি বলতে এই পার্টিতে সকলের পরনে থাকবে সাদা পোশাক।

২০২১ সালে বিয়ে হয় পত্রলেখা ও রাজকুমারের। চণ্ডীগড়ে হয় এই বিয়ে। প্রায় ১০ বছর ধরে প্রেম করার পর ২ জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সাধারণভাবে বলিউড তারকাদের বিয়ে মানে সেখানে সঙ্গীত থেকে শুরু করে একটি একটি করে প্রতিটি বিয়ের প্রচলিত অনুষ্ঠান পালিত হয়। কিন্তু রাজকুমার ও পত্রলেখার বিয়েতে সেসব কম, পার্টি বেশি হয়েছে।

এই অজানা কথাটি রাজকুমার খোলাখুলিই জানালেন এবার। প্রসঙ্গত রাজকুমার রাও অভিনীত আসন্ন সিনেমা ভুল চুক মাফ-এর কাহিনি একটি বিয়েকে নিয়ে ঘুরপাক খেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk