Entertainment

কথাটা শেষ পর্যন্ত বাবা-মাকে বলেই ফেললেন রাজকুমার, শুনে আঁতকে উঠলেন তাঁরা

Published by
News Desk

বলিউডে যে কজন নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেতা রয়েছেন তাঁদের মধ্যে অবশ্যই প্রথমসারিতে রয়েছেন রাজকুমার রাও। তাঁর অভিনয় ক্ষমতা দর্শক তো বটেই, নামী পরিচালকদেরও তারিফ কুড়িয়েছে। সেই রাজকুমার রাওকে যে ‘লাভ, সেক্স অর ধোকা’ সিনেমায় সম্পূর্ণ নগ্ন দৃশ্যে অভিনয় করতে হবে সেকথা পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় আচমকাই বলেন। শোনার পর বিষয়টি বোধগম্য হতে যে টুকু সময় নেয়। পরক্ষণেই খুব সাধারণভাবে রাজকুমার জানিয়ে দেন কোনও সমস্যা নেই। এটা তাঁর কাজের মধ্যেই পড়ে। রাজকুমার নিজে নগ্ন হতে রাজি হলেও সেটা তাঁর বাবা-মা কীভাবে নেবেন তা নিয়ে একটা চিন্তা তো ছিলই।

নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে এসে রাজকুমার সকলের সঙ্গে ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা। তাঁকে যে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হবে সেকথা বাবা-মাকে সাহস করে বলেই ফেলেন রাজকুমার। তবে তাঁদের অনুমতি নেওয়ার চেষ্টা করেননি। কেবল জানিয়েছিলেন। কথাটা শোনার পর কার্যত আঁতকে ওঠেন তাঁরা। ছেলে সিনেমার পর্দায় নগ্ন হবে! রাজকুমার বিষয়টি বুঝতে পেরেই দ্রুত তাঁদের আশ্বস্ত করেন সামনে থেকে নয়, শরীরের পিছনের দিক থেকে তাঁকে নগ্ন হিসাবে দেখা যাবে পর্দায়। এটা শোনার পর তবু বিষয়টি মেনে নেন তাঁর অভিভাবকরা।

রাজকুমার রাও অবশ্য শুধু এই সিনেমায় বলে নয়, আরও ২টি সিনেমায় নগ্ন দৃশ্যে কাজ করেছেন। একটা ‘শাহিদ’ ও অন্যটি ‘ওমেরতা’। রাজকুমার ওই অনুষ্ঠানে আরও জানান তিনি ছোটবেলা থেকেই সিনেমার সন্তান। ছোট থেকেই তিনি হিরো। পাড়ায় হিরোর মত আচরণ করে বেড়াতেন। মারপিটও করতেন। তবে তা গুণ্ডামি ছিলনা। ছিল হিরোগিরি। সিনেমার হিরোদের মতই ছিল তাঁর ভাবভঙ্গি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk