Entertainment

মুন্না ভাই এমবিবিএস নিয়ে মজার ২টি কাহিনি শোনালেন পরিচালক রাজকুমার হিরানি

ভারতীয় চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলা একটি সিনেমা মুন্না ভাই এমবিবিএস। সেই সিনেমা মুক্তির পর ২টি মজার কাহিনি ভাগ করে নিলেন পরিচালক।

Published by
News Desk

পরিচালক হিসাবে মুন্না ভাই এমবিবিএস পরিচালক রাজকুমার হিরানির প্রথম সিনেমা। আর প্রথম সিনেমাতেই তিনি বুঝিয়ে দেন বলিউড আর এক হিট সিনেমা তৈরিতে দক্ষ পরিচালক পেয়ে গেল।

এক গ্যাংস্টারের তার বাবার ইচ্ছাপূরণ করতে চিকিৎসক হওয়ার কাহিনিকে ঘিরে নানা ঘটনায় ভরা মুন্না ভাই এমবিবিএস হলে যেদিন মুক্তি পায় সেদিনও রাজকুমার হিরানি বুঝতে পারছিলেন না সিনেমাটা আদৌ মানুষ দেখতে যাবেন কিনা।

মুক্তির পর একদিন কেটে গেছে। পরদিন তাঁর কাছে একটি ফোন আসে। তাঁর সহকারীর ফোন। তিনি রাজকুমারকে একসঙ্গে ওই সিনেমাটি হলে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। রাজকুমারও রাজি হয়ে যান। তিনিও দেখতে চান সিনেমা হলে মানুষের তাঁর প্রথম সিনেমা নিয়ে প্রতিক্রিয়া।

হলে ঢোকার মুখে যিনি দ্বাররক্ষী তাঁকে রাজকুমার জিজ্ঞাসা করেন সিনেমা কেমন হয়েছে। তাতে দ্বাররক্ষীর অঙ্গভঙ্গি দেখে নিরাশ হন হিরানি। তাঁর মনে হয় দ্বাররক্ষী বুঝিয়ে দিলেন যে সিনেমা ভাল হয়নি।

এদিকে হলে অন্য পরিবেশ। সিনেমাটা সকলে যে দারুণভাবে উপভোগ করছেন তা হলে বসেই রাজকুমার স্পষ্ট বুঝতে পারছিলেন। আর তখন এটাও বুঝতে পারলেন যে দ্বাররক্ষী আসলে সিনেমা হলে কোনও জায়গা খালি নেই বোঝাতে চেয়েছিলেন। তাঁর না ছিল জায়গা না থাকা নিয়ে, সিনেমা খারাপ হিসাবে নয়।

একটি পডকাস্টে কথা বলার সময় একথা জানান রাজকুমার হিরানি। এও জানান পরে তিনি ওই সিনেমার অন্যতম অভিনেতা বোমান ইরানির সঙ্গে সিনেমাটি দেখতে যান হলে। হলের সামনে গিয়ে দেখেন বাইরে লেখা হাউসফুল। বুঝতে পারেন হলে সিনেমার পরিচালক ও অভিনেতার ঢোকারও সুযোগ নেই। হল হাউসফুল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk