Business

তাঁকে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে মানা করা হয়েছিল, বললেন শিল্পপতি

তাঁকে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে মানা করা হয়েছিল। দাবি করলেন দিল্লির এক শিল্পপতি।

Published by
News Desk

নয়াদিল্লি : সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এক জিনিস, আর রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি কথা বলা আর এক জিনিস। রাহুল গান্ধীর সঙ্গে কথা বলা তাঁর এড়িয়ে যাওয়া উচিত। নয়তো তাঁকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। কার্যত বোমা ফাটিয়ে তাঁকে এমন পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি করলেন দিল্লির ব্যবসায়ী রাজীব বাজাজ। তিনি জানান, তাঁর এক বন্ধু তাঁকে এই পরামর্শ দেন।

করোনার জন্য লকডাউনে আর্থিক ক্ষতি নিয়ে আলোচনার সময় রাজীব বাজাজ জানান, তিনি তাঁর বন্ধুকে জানান, তিনি রাহুল গান্ধীর সঙ্গে এই পরিস্থিতিতে কীভাবে এগোনো যায়, প্রযুক্তি এসব নিয়ে আলোচনা চান। কিন্তু কে সেই বন্ধু? এই প্রশ্ন স্বাভাবিক হলেও রাজীব বাজাজ সেই উত্তর এড়িয়ে গেছেন। বন্ধুর নাম প্রকাশ করেননি।

রাজীব বাজাজ সেইসঙ্গে আরও জানিয়েছেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পর অবশ্য তাঁর সঙ্গে এমন কিছুই ঘটেনি। রাহুল গান্ধী অবশ্য রাজীব বাজাজের সাহসের যথেষ্ট প্রশংসা করেছেন। ওই শিল্পপতির যথেষ্ট ‘দম’ আছে বলেও জানিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk