Categories: National

কাবালি জ্বরের জের, তামিলনাড়ুতে অফিসে ছুটি

Published by
News Desk

বাজিমাত যে করবে তা সবাই জানতেন। অপেক্ষা ছিল রিলিজের। কিন্তু তা যে এমন হবে তা বোধহয় আঁচ করতে পারেননি অনেকেই। ৬ বছর পর ফের রুপোলি পর্দায় ফেরার পর দক্ষিণের পদ্মবিভূষণ মেগাস্টার রজনীকান্তের নতুন সিনেমা কাবালি ঘিরে উন্মাদনা সব রেকর্ড ভেঙে দিল। দর্শকদের চাপ সামলাতে দক্ষিণের বিভিন্ন হলে কাবালি মুক্তি পায় ভোর সাড়ে চারটেয়। মুম্বইতে তার ঠিক দুঘণ্টা পর। উন্মাদনায় পিছিয়ে ছিলনা রাজধানী দিল্লিও। কিন্তু তামিলনাড়ুর ছবিটা সবচেয়ে চোখে পড়ার মতন। কাবালি যেসব হলে মুক্তি পেয়েছে তার সামনে কাতারে কাতারে মানুষের ভিড়। ফুল, মালা, সিটি, হুল্লোড়। বাদ যাচ্ছেনা কিছুই। এরমধ্যেই টিকিট না পেয়ে অনেক জায়গায় হলে বিক্ষোভ দেখান দর্শকরা। এদিকে কাবালির মুক্তি ঘিরে তামিলনাড়ুর অধিকাংশ দফতরে ছুটির আবহ। অফিস ফাঁকা। বেশ কয়েকটি বেসরকারি দফতরে ছুটিই ঘোষণা করে দিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ। এক গ্যাংস্টারের জেল খেটে বার হওয়ার পর স্ত্রীর মৃত্যু থেকে শুরু করে একগুচ্ছ প্রশ্নের উত্তরের খোঁজ‌ই এই ছবির মূল বিষয়বস্তু। সেই গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত। আর রজনীকান্ত মানেই যে নামই কাফি তা ফের একবার প্রমাণ করে দিলেন মেগাস্টার স্বয়ং।

Share
Published by
News Desk