Feature

ভারতের ট্রেনের রাজা বলে পরিচিত, জনপ্রিয় এই ট্রেনটি সকলের চেনা

ট্রেন তো অনেক আছে। কিন্তু ভারতের ট্রেনের রাজা কোন ট্রেন তা বলতে গেলে যে ট্রেনটির নাম সামনে আসে সে ট্রেনকে সকলেই চেনেন।

বন্দে ভারত নয়। শতাব্দীও নয়। তাহলে কোন ট্রেন ভারতের ট্রেনের রাজা? প্রশ্নটা মনে আসতেই পারে। ট্রেনের রাজার তকমা পাওয়া ট্রেনটি কিন্তু সকলের অতিপরিচিত। অনেক রুটেই চলে এই ট্রেন।

তবে একটা বিষয় সব রুটের ক্ষেত্রেই এক। তা হল দিল্লি। দিল্লি থেকে বিভিন্ন নামী শহরকে যুক্ত করেছে এই ট্রেন। যে তালিকায় কলকাতাও রয়েছে। ট্রেনটি তার গতির জন্যও বিখ্যাত। দেশের সর্বাধিক গতি সম্পন্ন ট্রেনের কথা বললে এই ট্রেনটির নাম সামনে আসে।

এই ট্রেনে ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছনোই নয়, একটি আভিজাত্যের সফরও। মানুষ এই ট্রেনে সফর করতে গর্ববোধ করেন। এতক্ষণে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন কোন ট্রেনের কথা বলা হচ্ছে।

ঠিকই ধরেছেন। রাজধানী এক্সপ্রেস। দিল্লির সঙ্গে দেশের বিভিন্ন শহরকে যুক্ত করা এই গতিশীল ট্রেন ভারতীয় রেলের মুকুটের উজ্জ্বলতম রত্ন। এই রাজধানী এক্সপ্রেসকেই বলা হয় কিং অফ ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতের ট্রেনের রাজা।

রাজধানী এক্সপ্রেসের মধ্যেই লুকিয়ে আছে এক দিল্লি যোগ। রাজধানী নয়াদিল্লিকে অন্য শহরের সঙ্গে যুক্ত করা এই ট্রেনে বহু মানুষ প্রতিদিন সফর করেন। দেশের বিলাসবহুল ট্রেনের তালিকাতেও রাজধানী অন্যতম।

এছাড়া বন্দে ভারত, তেজস, দুরন্ত, শতাব্দীর মত বিভিন্ন এক্সপ্রেস ট্রেন তো রয়েছেই। তবে এদের মধ্যে রাজার আসন পেয়েছে রাজধানী এক্সপ্রেসই। দেশের আধুনিক রেল পরিষেবার এক উজ্জ্বল উদাহরণ রাজধানী এক্সপ্রেস।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *