National

লেভেল ক্রসিং ভেঙে রাজধানী এক্সপ্রেসে ধাক্কা মারল ট্রাক, মৃত ১

Published by
News Desk

মহানবমীর সকালে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস। হজরত নিজামুদ্দিন-ত্রিবান্দ্রম রাজধানী এক্সপ্রেসটি ছুটে যাচ্ছিল হজরত নিজামুদ্দিনের দিকে। বৃহস্পতিবার ভোর ৬টা ৪৪ মিনিটে ট্রেনটি মধ্যপ্রদেশের থান্ডলার একটি লেভেল ক্রসিং পার করছিল। সেই সময়ে আচমকাই লেভেল ক্রসিং ভেঙে চলন্ত ট্রেনে ধাক্কা মারে একটি ট্রাক। সজোর ধাক্কায় ট্রেনের বি৭ ও বি৮ কামরা বেলাইন হয়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। ট্রেনের যাত্রীরা আহত না হলেও আতঙ্কিত। লেভেল ক্রসিংয়ে গার্ড ছিল। গেটও বন্ধ ছিল। তার পরও এমন ঘটনায় হতবাক রেল আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk