SciTech

দেখলে মনে হয় কেউ তুলি দিয়ে গাছটি রাঙিয়ে দিয়েছে, বাস্তব কিন্তু তা নয়

এত রংচংয়ে গাছ দেখে মনে হতেই পারে যে এটা কোনও শিল্প। চিত্রকরের তুলির রংয়ে রঙিন এ গাছ। অজস্র রংয়ে কিন্তু এ গাছের সঙ্গে দোল খেলে প্রকৃতি।

Published by
News Desk

একটি গাছে এত রং! কে এমন নানা রংয়ে রাঙিয়ে তুলল এ গাছকে। পাতায় বিশেষ গন্ধ আর গাছ জুড়ে রংয়ে রংয়ে মাতোয়ারা এ গাছের সঙ্গে আর কেউ নয় স্বয়ং প্রকৃতি দোল খেলে। দেখে কিন্তু মনে হবে কোনও চিত্রকর যেন তাঁর প্যালেটের যত রং ছিল সব এক এক করে মিলিয়ে মিশিয়ে তুলি দিয়ে লেপ্টে দিয়েছেন গাছের শরীরে।

কিন্তু আদপে তা নয়। প্রকৃতির দান যে ভাবনারও অতীত হতে পারে তা এই রামধনু ইউক্যালিপটাস গাছকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কারণ এ গাছের শরীর জুড়ে শুধু রং আর রং।

ফিলিপিন্সের জঙ্গলে এই রঙিন ইউক্যালিপটাসের দেখা মেলে। গাছের গুঁড়ি থেকে ডালপালা, সর্বত্র রংই রং। এতটাই উজ্জ্বল ও সুন্দর যে এটাও মনে হতে পারে গাছের এই রঙিন ছাল নিয়ে গিয়ে ঘর সাজিয়ে ফেলেন।

কিন্তু ফিলিপিন্সে এই গাছ এতই রয়েছে যে তা নিয়ে স্থানীয়রা অত বিস্মিত হন না। বরং ফিলিপিন্সে এই রঙিন ইউক্যালিপটাস গাছ ব্যবহার হয় মূলত কাগজ তৈরির জন্য।

রেনবো ইউক্যালিপটাস, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

স্থানীয়রা দেখে দেখে অভ্যস্ত হতেই পারেন, কিন্তু স্থানীয় নন এমন মানুষের কাছে এ এক চোখ ধাঁধানো বিস্ময়। এমন যে গাছের রং হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাসও করবেননা কেউ।

ফলে এই গাছ চোখের দেখা দেখতে বিদেশ থেকেও বহু পর্যটক হাজির হন এখানে। বিশ্বের অন্যতম আশ্চর্য গাছ এই রামধনু ইউক্যালিপটাস।

Share
Published by
News Desk

Recent Posts